আইসিটি প্রশিক্ষণঃ
ইউআইটিআরসিই, বিরলে ২০১৫-১৬ অর্থবছরে ০৯টি, ২০১৬-১৭ অর্থবছরে ২৪টি, ২০১৭-১৮ অর্থবছরে ০৬টি, ২০১৮-১৯ অর্থবছরে ০৫টি, ২০১৯-২০ অর্থবছরে ০৩টি ও ২০২০-২১ অর্থবছরে ০৭টি ব্যাচে মোট ৫৪টি ব্যাচের বেসিক আইসিটি ট্রেইনিং ফর টিচার্স শিরোনামে প্রশিক্ষণ সুসম্পন্ন হয়েছে। যার মাধ্যমে ১২৯৬ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এছাড়াও ২০১৮-১৯ অর্থবছরে ০৪টি, ২০১৯-২০ অর্থবছরে ০১টি এবং ২০২০-২১ অর্থবছরে ০১টি ব্যাচে মোট ০৬টি ব্যাচে ১৪৪ জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়্যার, নেটয়ার্ক এন্ড ট্রাবলশুটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
শিক্ষকদেরকে অনলাইন ক্লাসে দক্ষ করার জন্য ২০২১-২২ অর্থবছরে ০৮টি এবং ২০২২-২৩ অর্থবছরে ০৬টি মোট ১৪টি ব্যাচে ৩৩৬ জন শিক্ষককে ''Training on Interactive Online Teaching and Live Class Management'' বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বেসিক আইসিটি প্রশিক্ষণ ৫৪ ব্যাচ (১,২৯৬ জন), হার্ডওয়্যার প্রশিক্ষণ ০৬ ব্যাচ (১৪৪ জন), এবং লাইভ ক্লাস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ১৪ ব্যাচ (৩৩৬ জন) সর্বমোট ১,৭৭৬ জন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস