Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ব্যানবেইস সম্পর্কেঃ

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা। ১৯৭৬ অর্থ বছরে শিক্ষা ৭৭ মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসাবে সংস্থাটি কাজ শুরু করে। সংস্থাটি শিক্ষাক্ষেত্র ধারাবাহিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষাতথ্য বিনির্মাণ ও সরবরাহ করে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের কাছে সমাদৃত হয়েছে। শিক্ষাতথ্য ও পরিসংখ্যান কার্যক্রম ছাড়াও বর্তমান সরকারের ভিশনঃ ২০২১ ও এসডিজি বাস্তবায়নে শিক্ষা ক্ষেত্রে আইসিটি প্রশিক্ষণ ও আইসিটি শিক্ষা প্রসারে ব্যানবেইস গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

উপজেলা আইসিটি ট্রেইনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) সম্পর্কেঃ

কোরিয়া সরকারের Economic Development and Cooperation Fund (EDCF) এর আওতায় Exim Bank এর আর্থিক সহযোগিতায় শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ ও তৃণমূল পর্যায়ে ই-সেবা প্রদানসহ দেশের শিক্ষা ক্ষেত্রে  আইসিটি শিক্ষা প্রসারের লক্ষে ১২৫টি উপজেলাতে UITRCE নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ মার্চ,২০১৬ একযোগে এ সেন্টারগুলো শুভ উদ্ভোধন করেন। তার পর থেকে এ সেন্টারগুলোর কার্যক্রম পুরোদমে চলছে। এ সেন্টারগুলোর মাধ্যমে জুন ২০১৭ এর মধ্যে প্রায় ১ লক্ষ শিক্ষক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশের সবগুলো উপজেলাতে সেন্টার স্থাপনের পরিকল্পনার আওতায় বর্তমানে ২য় পর্যায়ে ১৬০টি উপজেলাতে UITRCE নির্মাণের কার্যক্রম চলছে। ৩য় পর্যায়ে দেশের বাকি সবগুলো উপজেলাতে UITRCE স্থাপনের কাজ সম্পন্ন হবে।

UITRCE সেন্টারগুলোতে একজন সহকারী প্রোগ্রামার, একজন কম্পিউটার অপারেটর, একজন ল্যাব এ্যাসিস্ট্যান্ট, একজন নিরাপত্তা প্রহরী এবং একজন পরিচ্ছন্নতা কর্মীর জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে UITRCE এর সবগুলো পদ রাজস্ব খাতে।

প্রতিটি শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে যা আইসিটি পলিসি ২০০৯ এ উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশের সকল নাগরিককে একসেস টু ইনফরমেশন সুবিধা প্রদান করার কথাও বলা হয়েছে।

এই সেন্টারটি বর্তমানে উপজেলা পর্যায়ের একটি অনন্য সাধারণ স্থাপনা-৪ তলা ভিত্তি সহ ২ তলা ভবন। এটি উপজেলা পর্যায়ে আইসিটি ক্ষেত্রে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ও আইসিটি শিক্ষার ক্ষেত্রে গুনগত মান বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে।

শিক্ষা ও আইসিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের মাধ্যমে এই "উপজেলা আইসিটি ট্রেইনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)" গুলো সরকারের ভিশন-২০২১, সাসটেইনএবল ডেভেলপমেন্ট গোলস-২০৩০ (SDGs) ও রুপকল্প-২০৪১ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ কাজ করছে। সর্বোপরি সোনার বাংলা গড়ার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে পারে এই UITRCE সেন্টারগুলি।

UITRCE এর বর্তমান কার্যক্রমঃ 

  • দেশের ১২৫টি উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হয়েছে প্রথম পর্যায়ে। দেশের সবগুলো উপজেলাতে সেন্টার স্থাপনের পরিকল্পনার আওতায় দ্বিতীয় পর্যায়ে আরো ১৬০টি উপজেলাতে সেন্টার স্থাপনের কাজ চলমান আছে।
  • প্রথম পর্যায়ের ১২৫টি সেন্টার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২ মার্চ, ২০১৬ একযোগে উদ্ভোধন করেন এবং সেদিন থেকেই এই সেন্টারগুলোর কার্যক্রম চলমান আছে।
  • উক্ত ১২৫টি সেন্টারে জুন ২০১৭ পর্যন্ত প্রায় ১ লক্ষ শিক্ষক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
  • চলমান ২০১৭-১৮ অর্থ বছরে ৩৬০০০ শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।  
  • উক্ত ১২৫টি সেন্টারে জুন ২০২০ পর্যন্ত প্রায় ২০০০ শিক্ষক কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক এন্ড ট্র্যাবলশুটিং বিষয়ে গ্রহণ করেছেন।
  • ব্যানবেইস এর বিভিন্ন বার্ষিক জরিপ কাজ সুসম্পন্ন করার লক্ষে শিক্ষকদের প্রশিক্ষণকালীণ ধারনা প্রদান করা হচ্ছে।অনলাইনে জরিপ কাজের তথ্য প্রদান এর জন্য কারিগরী সহায়তা ও তথ্য সহায়তা প্রদান করা হচ্ছে। 
  • দেশের ৯টি শিক্ষা অঞ্চলের ৯টি বাছাইকৃত উপজেলাতে Civil Registration & Vital Statics (CRVS) এর পাইলটিং কাজ প্রায় শেষ পর্যায়ে আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। এই প্রকল্পের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে ব্যানবেইস।
  • ব্যানবেইস এর বিভিন্ন  সেন্ট্রাল ডেটাবেইজ কে ফিল্ড লেভেল থেকে আপডেট রাখার কাজে ভুমিকা পালন করছে ইউআইটিআরসিই সেন্টারগুলো।
  • উপজেলা পর্যায়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনে বিভিন্ন সরকারি ও বেসরকারী সংস্থাকে বিভিন্ন সময়ে লজিস্টিক  ও ইনফ্রাস্ট্রাকচার সুবিধা প্রদান করে আসছে ইউআইটিআরসিই সেন্টারগুলো। 
  • প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় শিক্ষা মন্ত্রণালয়, ব্যানবেইস ও সহযোগী সংস্থার ৪৫ জন কর্মকর্তা কোরিয়াতে LS Cable & System Ltd. কর্তৃক ০৫টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 
  • প্রথম পর্যায়ের ১২৫টি সেন্টার এর অধিকাংশতেই কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।৬২টি সেন্টার এর অফিস প্রধান হিসাবে ৬২জন সহকারী প্রোগ্রামার এর নিয়োগ ও পদায়ন ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
  • সেন্টারের ট্রেইনিং শিক্ষকদের রেজিস্ট্রেশন, মাস্টার ট্রেইনার () দের মুল্যায়ন ও প্রশিক্ষণ মনিটরিং এর জন্য অনলাইন ভিত্তিক সফটওয়্যার করা হয়েছে।  

UITRCE এর ভবিষ্যৎ পরিকল্পনাঃ

১) দেশের সব কয়টি উপজেলাতে ইউআইটিআরসিই স্থাপন এর কাজ সু-সম্পন্ন করা।

২) দেশের সব শিক্ষককে  আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য দক্ষ করে গড়ে তোলা। 

৩) উপজেলা পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা।

৪) সকল স্কুল এবং কলেজগুলোতে মাল্টিমিডিয়া কন্টেন্ট  ও ক্লাস রুম এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভুমিকা রাখা।

৫) উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে ভুমিকা রাখা। 

৬) উপজেলা ডেটা ওয়্যারহাউস তৈরী করা ও ব্যানবেইস এর বিভিন্ন সেন্ট্রাল ডেটাবেইস এর তথ্য হালনাগাদ রাখা।

৭) সংশ্লিষ্ট উপজেলার সাধারণ মানুশকে আইসিটি এর প্রয়োগ ও ব্যবহার সম্পরকে উদ্ভুদ্ধ করে তোলা এবং তাদের প্রশিক্ষণ এর মাধ্যমে আইসিটিতে দক্ষ করে তোলা।

8) সছুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগনের জন্য সাইবার সেন্টার চালু রাখা ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

৯) নাগরিকদের Access to Information (A2I) সেবা ও সল্প সময়ে তথ্য প্রাপ্তি সেবা নিশ্চিত করা। 

১০) আইসিটি শিক্ষা ক্ষেত্রে ইনোভেশন ও জাতীয় শুদ্ধাচার কৌশল এর প্রায়োগিক দিক নিশ্চিত করা।

১১) সরকারের 7th 5YP, ভিশন-২০২১[ডিজিটাল বাংলাদেশ], SDG Goals, রুপকল্প-২০৪১, সর্বোপরি ২০৭১ এর সোনার বাংলা গড়ার লক্ষে শিক্ষা, আইসিটি ও অন্যান্য ক্ষেত্রে ভুমিকা রাখা।